পবিত্র মাহে রমজান উপলক্ষে লকডাউনে স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে ৫ টাকায় ইফতার বিতরণ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল মঙ্গলবার ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড় ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশে অসহায়, দুস্থ, দরিদ্র, পথশিশু এবং স্বল্প আয়ের মানুষের মাঝে ৫ টাকায় ইফতার বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজান এর যতদিন লকডাউন থাকবে ততদিন পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনার লকডাউনে স্বল্প আয়ের ও দুস্থ মানুষেরা যেন অল্প টাকায় ( মাত্র ৫ টাকায়) যেন ভালো কিছু কিনে ইফতারি করতে পারে সেই উদ্দেশ্যই এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা যায়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি ওসি) শাহ্ কামাল আকন্দ এর সার্বিক ব্যবস্থাপনায় ৫ টাকায় ইফতারের বিতরণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ শাজাহান মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, সদর সার্কেল এএসপি আলাল উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ডিবি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ সহ প্রমুখ।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১
Development by: webnewsdesign.com