“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম – মৃত্যু নিবন্ধন “এই স্লোগান নিয়ে জাতীয় জন্ম – নিবন্ধন দিবস- ২০২০ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে বর্ণাঢ্য র্যালিটি উদ্বোধন করেন ময়মনসিংহের সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে. দেবনাথ।
পরে বর্ণাঢ্য র্যালিটি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সামন থেকে শুরু করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইউ এন ডিপি ডাউন ম্যানেজার ও খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
Development by: webnewsdesign.com