সারাদেশে একযোগে চলমান টিকাদান কর্মসূচির অংশ হিসাবে ৭ ফেব্রুয়ারী সকালে মসিকের আয়োজনে মময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। মময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন তিনটি কেন্দ্রের (ময়মনসিংহ মেডিকেল কলেজে ০৮টি, সি এম এইচে ০৪ টি এবং পুলিশ লাইন হাসপাতালে ০১টি) মোট ১৩ টি বুথে করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র -মোঃ ইকরামুল হক টিটু।
তিনি নিজেও করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহন করেন। এছাড়াও একই কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. লুৎফুল হাসান ও তাঁর স্ত্রী, সিভিল সার্জন ডা. মসিউল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-০১ আসিফ হোসেন ডন, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ আলম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জ্বল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক কুমার মজুমদার, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ বিশ্বাসসহ প্রমূখ। উদ্ভোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবাধনে ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সার্বিক সহযোগিতায় ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগ, ময়মনসিংহ।
Development by: webnewsdesign.com