ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় নিহত ৩

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ১:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় নিহত ৩
apps

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২ যাত্রী।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Development by: webnewsdesign.com