দি সিটি অব আর্ট এন্ড কালচার খ্যাত শিক্ষা সংস্কৃতির বিভাগীয় নগরীর এক আলোকিত নির্মোহ সমাজ সেবকের নাম লায়ন মঞ্জুর হোসেন মৃদুল। ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন লায়ন মঞ্জুর হোসেন মৃদুল।
ময়মনসিংহ শহরে বনেদী পরিবারে ও ব্যাংকার পিতার একমাত্র পুত্র সন্তান হিসাবে বাল্যকাল কেটেছে প্রাচুর্যের মাঝে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সরকারী জিলা স্কুল থেকে কৃতিত্বের সহিত এস এস সি পাশ করে মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।
প্রাচুর্যের মাঝে লালিত পালিত হলেও মঞ্জুর হোসেন মৃদুলের মানবিক কার্যক্রমের প্রকাশ ঘটে বাল্যকাল থেকেই বন্ধুবৎসল সদালাপী মৃদুল কৈশোরেই ময়মনসিংহ শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাথে যুক্ত হয়ে বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত হন। ব্যক্তিজীবনে নিরহংকারী ও পরোপকারী লায়ন মঞ্জুর হোসেন মৃদুল স্বাধীন পেশা হিসাবে ব্যবসার সাথে নিজেকে যুক্ত করে নেন।
আমদানি রপ্তানি আবাসন সহ বিভিন্ন ব্যবসার সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। মৃদুল তার আয়ের সিংহভাগই ব্যয় করেন মানবতার কল্যানে। অত্যন্ত সাদা মাটা জীবন যাপনে অভ্যস্ত লায়ন মঞ্জুর হোসেন মৃদুল বিবাহিত ও দুই সন্তানের জনক।
তার স্কুল শিক্ষিকা স্ত্রী মাহমুদা হোসেন মলি আওয়ামী লীগের সহযোগী সংগঠন জেলা যুব মহিলা লীগের অন্যতম শীর্ষ নেত্রী এবং ময়মনসিংহ শহরে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনেও সুপরিচিত।ব্যক্তি জীবনে ক্লীন ইমেজের অধিকারী আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল এর একজন পরিচালক হিসাবে সকল মানবিক দুর্যোগে অসামান্য ভূমিকা পালন করে থাকে।
ময়মনসিংহ নগরীর সূধী সমাজে সমাদৃত মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন”মানবতার হাত বাড়িয়ে দাও”এরও তিনি প্রতিষ্ঠাতা।লায়ন মঞ্জুর হোসেন মৃদুল বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকটের শুরু থেকেই নিজ জীবনের ঝুঁকি নিয়ে ময়মনসিংহ প্রশানের তালিকাভুক্ত স্বেচ্ছাসেবক হিসাবে করোনা সচেতনতা মূলক প্রচারণায় মাস্ক অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ সহ জেলা প্রশাসনের সকল কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন।
করোনাকালীন সময়ে তারই প্রতিষ্ঠিত মানবতার হাত বাড়িয়ে দাও সংগঠনের উদ্যোগে সাময়িক কর্মহীন হতদরিদ্র নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তদের জীবন জীবনযাত্রা সচল রাখতে নিরন্তর কাজ করছেন।
সাময়িক কর্মহীন হতদরিদ্রদের খাদ্য উপহার প্রদান, সুরক্ষা সামগ্রী প্রদান,রমজান মাসে রান্না করা খাবার,সেহরী ও ইফতার বিতরণ,ঈদ উপহার সামগ্রী বিতরণ, নিম্ন মধ্যবিত্তদের সহায়তায় নগদ টাকা প্রদান সহ বিশেষ করে ময়মনসিংহের এতিমখানাগুলোতে নিয়মিত খাদ্যের যোগান দিয়েছেন লায়ন মঞ্জুর হোসেন মৃদুল।তিনি রাতের আঁধারে রিক্সাচালকের নতুন বস্ত্র সহ রাস্তায় পড়ে থাকা হতভাগ্য ভবঘুরে আশ্রয়হীন মানুষদের খাদ্য ও বস্ত্র প্রদান করেছেন অতি সঙ্গোপনে।
প্রচারবিমুখ নির্মোহ সমাজসেবক লায়ন্স ক্লাব এর পরিচালক হিসেবে ঈদের সময় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের মাঝে শাড়ী লুঙ্গী প্রদান করেছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র জনাব ইকরামুল হক টিটুর নিকট অর্থ সহায়তা প্রদান করেছেন। সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সরকারের ফ্রি করোনা ভ্যাক্সিন নিবন্ধন বুথ প্রতিষ্ঠায় সার্বিক ভাবে সহযোগিতা করেছেন লাতন মঞ্জুর হোসেন মৃদুল।
শুধুমাত্র লায়ন্স ক্লাব ও নিজের প্রতিষ্ঠিত মানবিক সমাজ সেবা প্রতিষ্ঠান “মানবতার হাত বাড়িয়ে দাও” এর মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনার ব্যপ্তি রাখেননি,তিনি নগরীর অন্যান্য সামজিক সংগঠনগুলোকে অর্থায়ন করে মানবিক কাজে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
মময়মনসিংহ নগরীতে কোন দুর্যোগ ও মানবিক সংকটে নির্মোহ সমাজকর্মী হিসাবে লায়ন মঞ্জুর হোসেন মৃদুল এর একটি প্রচ্ছন্ন অংশগ্রহণ থাকবেই এটিই যেনো ময়মনসিংহবাসীর কাছে সর্বজননবিদিতা, লায়ন মঞ্জুর হোসেন মৃদুল গণমাধ্যমের সাথে সাক্ষাৎ কালে বলেন ইসলামের সুমহান আদর্শ হৃদয়ে ধারন করে ত্যাগের মহিমায় উদ্বোদ্ধ হয়ে নশ্বর এই মানবজীবন মানুষের হিতকর কাজে আত্মনিয়োগ করতে চাই।
আমি সামাজিক দায়বদ্ধতা থেকেই মানবিক কাজ করে যাচ্ছি,এক্ষেত্রে আমি চাইনা আমার মানবিক ও সামাজিক কর্মকান্ড গুলো প্রচারে আসুক। আমি নিরবে কাজ করে যেতে চাই মানবতার কল্যানে। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমের বৌদলতে বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়ে যায়।
আমি বিশ্বাস করি পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার অপার রহমতে আমি জীবনেএ শেষ দিন পর্যন্ত নিজের সর্বস্ব দিয়ে হলেও নিজেকে মানব সেবামূলক কাজ হতে নিজেকে বিচ্যুত করবো না। আমি সকলের নিকট দোয়া চাই যেন মৃত্যুর পূর্ব পযন্ত মানবিক কাজ চালিয়ে যেতে পারি।
Development by: webnewsdesign.com