মৌলভীবাজার সদর তালামীযের আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ | ৪:০৮ অপরাহ্ণ

মৌলভীবাজার সদর তালামীযের আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
apps

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রের হল রুমে।

উপজেলা শাখার সভাপতি মুজিব আযহারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মকবুল হুসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, সহ-সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক, মাওলানা সৈয়দ ইউনুস আলী, ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির খান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন, আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (রহ.)-এর ছেলে মাওলানা তামজিদ আহমদ সিদ্দিকী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আহমদ, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী কবির আহমদ তালুকদার, তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইমরান আল ইমন, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ এম এ কাদের আল হাসান, কামালপুর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি এম এ মোবিন ও সাধারণ সম্পাদক শামিম আহমদ প্রমুখ।

Development by: webnewsdesign.com