মৌলভীবাজার শ্রীমঙ্গলে উকিলের কাছে নেয়ার কথা বলে নারীকে ধর্ষণ

সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ১২:৪৩ অপরাহ্ণ

মৌলভীবাজার শ্রীমঙ্গলে উকিলের কাছে নেয়ার কথা বলে নারীকে ধর্ষণ
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেল থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউসে নিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে কাজল মিয়া (৩০) ও মতিন মিয়া (২০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই ২৫ বছর বয়সী নারী শনিবার শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার ধর্ষণের অভিযোগে কাজল মিয়া ও মতিন মিয়াকে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতে পাঠায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউসে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কাজল মিয়া, মতিন মিয়া ও ধর্ষণের শিকার নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।

ধর্ষণের শিকার ওই নারী বলেন, গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলখানায় আমার স্বামীকে দেখাতে আমার প্রতিবেশী কাজল মিয়া ও মতিন মিয়া আমাকে নিয়ে যায়।

সেখান থেকে বের হয়ে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সঙ্গে দেখা করতে বলেন। উকিলের সঙ্গে দেখা করে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনবেন বলে আমাকে জানান। পরে আমি তাদের সঙ্গে যাই।

তারা আমাকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউসে নিয়ে একটি রুমে বসায়। অনেকক্ষণ বসার পর তারা দুজন আমার সঙ্গে থাকা ৫ বছরের শিশুটিকে অন্য কক্ষে নিয়ে গিয়ে একজন একজন করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে তারা আমাকে গেস্ট হাউসে ফেলে রেখে চলে যায়। আমি সেখান থেকে বাড়ি ফিরে যাই। পরে আমি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হই, সেখানে আমার ডাক্তারি পরীক্ষা হয়। আমি অসুস্থ থাকায় থানায় তখন অভিযোগ করতে পারিনি।

তবে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তথ্য পেয়ে শ্রীমঙ্গল থানার এক এসআই আমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। আমি শনিবার তাদের নামে থানায় অভিযোগ করি। শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা যুগান্তরকে বলেন, আমাদের কাছে অভিযোগ করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের রোববার উপজেলার আমরাইলছড়া থেকে গ্রেফতার করেছি। পরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

 

Development by: webnewsdesign.com