মৌলভীবাজার পৌর মেয়র এর পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ | ১:৩২ অপরাহ্ণ

মৌলভীবাজার পৌর মেয়র এর পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
apps

২৯ জানুয়ারি শনিবার বিকেল ৫ টার দিকে টাউন ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মরহুমের জানাযায়,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাহুর রহমান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজানসহ সাংবাদিক,বিভিন্ন উপজেলার চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা কর্মী,পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা,গণ্যমান্য ব্যাক্তি শোকাহত মানুষ অংশ নেন।

মোঃ আব্দুল হাই মোতালিব মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, বিশিষ্ট ব্যাংকার লেখক ও গবেষক ডঃ মোঃ আবু তাহের, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা জিতু তালুকদার, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখা ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ছালেহ আহমদ সেলিম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুদুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রোমান আহমদসহ বিভিন্ন শ্রেণীপেশার বিভিন্ন ব্যক্তিবর্গ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুম আব্দুল হাই মোতালিব মিয়া মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার বড়বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে একাধিকবার সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চার ছেলের মধ্যে বড় ছেলে ফজলুর রহমান মৌলভীবাজার পৌরসভার মেয়র। ছোট ছেলে রুহুল আমিন রুহেল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করছেন। উল্লেখ্য শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

Development by: webnewsdesign.com