১২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির প্রতিনিধিদের সাথে সিভিল সার্জন চৌধুরী গোলাম মোহাম্মদ মুর্শেদ ও মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক বিনেন্দু ভৌমিকের সাথে সহযোগিতাকরণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ সাহাব উদ্দিন আহমদ ও সদস্য সচিব সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদের নেতৃত্বে নাগরিক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমদ মম, রাজনীতিবিদ ও সমাজসেবক সৈয়দ নওশের আলী খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন বাবু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমেদ, সমাজকর্মী ও দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ ।
এসময় জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ করোনায় আক্রান্তদের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসিইউ বিভাগসহ উপজেলা পর্যায়ের অন্যান্য সকল স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজখবর নেন। পাশাপাশি মৌলভীবাজার জেলা সদরসহ উপজেলা পর্যায়ে ভ্যাক্সিন প্রয়োগের বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সিভিল সার্জন জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে ইউনিসেফর তদারকিতে ইসফেক্ট্রার সাহায্যে মৌলভীবাজারে খুব শিগগিরই সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্হাপনের কাজ শেষ হচ্ছে। এটি হলে করোনায় আক্রান্ত রোগীসহ সকলের জন্য অক্সিজেন সংকট থাকবে না।
বর্তমানে বেসরকারি উদ্যোগ ও সহযোগিতায় ৬টি আইসিইউ বেড হাই ফ্লু মিটারসহ অক্সিজেন ব্যবস্হা রয়েছে। যা পাশ্ববর্তী জেলা সমূহ থেকে মৌলভীবাজার জেলা করোনা মোকাবিলায় চিকিৎসা ক্ষেত্রে অনেকটা অগ্রসর ও সফল বলে জানান সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও ৩য় ও ৪র্থ শ্রেণিসহ অনেক জনবল সংকট রয়েছে বলে জানান আরএমও আহমেদ ফয়ছল জামান। গণটিকার প্রয়োগের বিষয়ে নাগরিক কমিটির নেতৃবৃন্দরা জানতে চাইলে সিভিল সার্জন জানান এ পর্যন্ত ৬৭টি ইউনিয়ন ও পৌরসভা সহ ১১৪৭৯৯ জনকে টিকা প্রয়োগ করা হয়েছে।
মতবিনিময় সভার একপর্যায়ে মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ বর্তমান সময়ে সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারী, সকল দাতা সদস্য সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করে চিকিৎসার মান বাড়ানোর ওপর গুরুত্বারূপ করেন।
Development by: webnewsdesign.com