মৌলভীবাজার থেকে রাষ্ট্র বিরোধী অপরাধে যুবক গ্রেফতার

বুধবার, ১১ আগস্ট ২০২১ | ৬:৫২ অপরাহ্ণ

মৌলভীবাজার থেকে রাষ্ট্র বিরোধী অপরাধে যুবক গ্রেফতার
apps

মৌলভীবাজারের বড়লেখা থেকে রাষ্ট্রীয় বিরোধী অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (১১ আগষ্ট) দুপুরে তাকে মাইজগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম তাহমিদ আহমেদ চৌধুরী (২২)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মাইজগ্রামের সেলিম আহমদ চৌধুরীর পুত্র।

র‌্যাব জানায়, বুধবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানার মামলানং- ২৭/১৮৪, তারিখ- ২৫/০৭/২০২১ ইং, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১/৩৩/৩৫ ধারা মূলে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধ সাইবার অপরাধের দায়ে তাহমিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করে র‌্যাব।

এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২টি মোবাইল, ২টি সীমকার্ড ও ১টি আইপেড উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১১

Development by: webnewsdesign.com