মৌলভীবাজার থেকে কলেজছাত্রী নিখোঁজ,থানায় জিডি

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ

মৌলভীবাজার থেকে কলেজছাত্রী নিখোঁজ,থানায় জিডি
apps

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯ ঘটিকার দিকে নাদিয়া আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী মৌলভীবাজার থেকে নিখোঁজ হয়েছে। ঔ ছাত্রী মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের নাজিরাবাদ গ্রামের মোস্তাকিন মিয়ার মেয়ে। তার উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাভাবিক প্রকৃতির। এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ নাদিয়া আক্তারের পিতা জানান, তার মেয়ে মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজে একাদশ শ্রেণীতে লেখাপড়া করে আসিতেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় কলেজে যাওয়ার কথা বলে নিজ বাড়ী হতে বের হয়ে হয়।

পরবর্তীতে অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও সে বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িসহ মৌলভীবাজার সদর থানা এলাকার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করা হয়েছে।খোঁজাখুজি অব্যাহত আছে।

যদি কোন হৃদয়বান ব্যক্তি ঔ কলেজ ছাত্রীর সন্ধান পান তাহলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: মোঃ মোস্তাকিন মিয়া (৪৪), পিতা আবদুল মতিন,মাতা-খমুজ বিবি, সাং- নাজিরাবাদ, ১০ নং নাজিরাবাদ ইউ/ পি, উপজেলা ও জেলা- মৌলভীবাজার। মোবাইল নম্বর -০১৭৩৩৮৩৮৬২৮

Development by: webnewsdesign.com