মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিকী অনশন

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ৮:১৪ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিকী অনশন
apps

মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলার স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের উদ্যোগে প্রতিকী অনশন ২৪ নভেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।

শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল হাসানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী,মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সিনিয়র সহ সভাপতি বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন,ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন ওয়াটসঅ্যাপ গ্রুপের ক্রিয়েটার ও এডমিন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি ও নাট্যকার আব্দুল মতিন,নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি আ স ম সালেহ সুহেল,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাদ উদ দিন,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি মাহমুদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান রাহেল,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর,সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রুমান আহমদ, স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ,শহরতলি ব্রীজ আন্দোলনের উদ্যোক্তা বাবুল দেব,দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ, এম জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিত রায়,কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবির হোসেন,স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি বোরহান উদ্দিন রুপক ও সাবেক সাধারণ সম্পাদক রুকন মিয়া,রোটারেক্টর আব্দুল মোত্তাকিন শিপলু, জাগ্রত তারুণ্য সামাজিক সংগঠন এর উপদেষ্টা মির্জা মোহন বেগ,সদস্য সচিব হায়দার আলী নয়ন,আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মুমিন খান, বিআইএস এর সহ সভাপতি সৈয়দ আবু হাসান জিল্লুল,রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সভাপতি এস এম বশির আহমদ, স্বপ্নের ছোয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সুহান,সিরাজুল ইসলাম,জুয়েল আহমদ জিসান,ছাত্র কমিউনিটির সভাপতি সাব্বির চৌধুরী,সহ সভাপতি মুনাহিদ আহমদ মুন্না, সাধারণ সম্পাদক আবুল মাসুম রনি,ফয়জুর রহমান রাজু,মারুফ আহমদ খান পাবেল,নাইম আহমদ সানি,শাহরিয়ার খান শাকিব,জাবেদ ইমাম অপু,আদনান ইমন, সৈয়দ আসিফ আহমদ, রুহেল আহমদ, সোহাব আহমদ,জুবায়ের আহমদ, নাইমুল ইসলাম মাহি,রুহুল আমিন প্রমুখ।

সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত প্রতীকী অনশনে জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী।।

বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান।

তারা বলেন – ২০১৭ সাল থেকে জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামী ৩০ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা সফল করার জন্য আহবান জানান।

Development by: webnewsdesign.com