মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান

বুধবার, ০৪ আগস্ট ২০২১ | ৫:৫৭ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান
apps

মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রথমবারের মতো “বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি” ৪ আগস্ট বুধবার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি” প্রদান করেন ও তাদের পড়ালেখায় আগ্রহী হয়ে বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করেন।

মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এই বিশেষ উদ্যোগ বঙ্গবন্ধুর শিক্ষাবৃত্তি এখন থেকে প্রতিবছর প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি), তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার,মোহাম্মদ ফজলুর রহমানসহ ছাত্র-ছাত্রীগণ এর অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান।

Development by: webnewsdesign.com