মৌলভীবাজার জেলা প্রশাসনের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | ২:২৫ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা প্রশাসনের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
apps

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সপরিবারে এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত পূজামন্ডপ পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং সকল দর্শনার্থীকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য অনুরোধ করেন।

এসময় মৌলভীবাজার জেলা প্রশাসন এর পক্ষ থেকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পূজা মন্ডপগুলোতে মাস্ক প্রদান করেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Development by: webnewsdesign.com