মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ (সোমবার) সকাল ১১টার দিকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার পাঙ্গণে প্রতিনিধি সভা শুরু হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,এমপি,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি,উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার – হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ জহুরা আলাউদ্দিন,
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মোঃ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন,জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।পরিচালনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। তবে ইতিমধ্যে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজারসহ অনেকেই প্রতিনিধি সম্মেলনে
বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচন,স্থানীয় সমস্যা,কোন্দল এসব বক্তব্যে উঠে এসেছে।
Development by: webnewsdesign.com