বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।বুধবার ১৭ আগস্ট দুপুর ১২টায় কর্মসূচির অংশ হিসেবে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে মৌলভীবাজার শহরের কুসুমবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নেছার আহমদ এমপি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।উল্লেখ্য যে, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। এরপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ।
Development by: webnewsdesign.com