সদর মডেল থানা মৌলভীবাজার এর অভিযানিক একটি দল অত্র থানাধীন আমতৈল ইউপিস্থ সনকাপন সাকিনে জনৈক মোঃ জসিম উদ্দিনের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ জসিম উদ্দিন(৪২), পিতা-মোঃ আরশ আলী, ২। মোছাঃ জেসমিন বেগম(৩৫), স্বামী-মোঃ জসিম উদ্দিন, উভয় সাং-সনকাপন, ০৯ নং আমতৈল ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার
করেন। গ্রেপ্তার পূর্বক তাহাদের হেফাজত হইতে ০১(এক) কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ-২৪,১৪০/- (চব্বিশ হাজার একশত চল্লিশ) টাকা উদ্ধার করেন।
উক্ত ঘটনা সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Development by: webnewsdesign.com