মৌলভীবাজারে ১৬০টি ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

বুধবার, ২০ জুলাই ২০২২ | ৫:৪২ অপরাহ্ণ

মৌলভীবাজারে ১৬০টি ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার
apps

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১৬০ পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ঘরগুলো উদ্বোধন করবেন। মৌলভীবাজারের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে সদর উপজেলার ১১৮টি ঘর হস্তান্তর করবেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা।

এ বিষয়ে বুধবার (২০ জুলাই) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।দেশব্যাপী প্রায় ২লক্ষ ৬২ হাজার ২২৯ টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। মৌলভীবাজার জেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বরাদ্ধকৃত নির্মিতব্য ১৬০টি ঘরের মধ্যে নির্মাণকাজ শেষ। উপকারভোগীদের মধ্যে সেগুলো বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার (২১ জুলাই) দেশব্যাপী প্রায় ২লক্ষ ৬২ হাজার ২২৯ টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। মৌলভীবাজার জেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বরাদ্ধকৃত নির্মিতব্য ১৬০টি ঘরের মধ্যে নির্মাণকাজ শেষ।

উপকারভোগীদের মধ্যে সেগুলো বৃহস্পতিবার হস্তান্তর করা হবে। তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ১১৫টি পরিবারকে খাস জমির পাশাপাশি ক্রয়ের মাধ্যমে গৃহহীনদের পুনর্বাসন করা হয়েছে।জানা গেছে, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ঘর প্রতি ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা। এ পর্যায়ে মৌলভীবাজার জেলায় ১৬০টি পরিবারের জন্য ১৬০টি ঘরে সরকারের নির্মাণ ব্যয় হয়েছে ২০ কোটি ২১ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা।তৃতীয় পর্যায়ে ২য় ধাপে বরাদ্ধকৃত ঘরের মধ্যে বৃহস্পতিবার ১৬০টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে মৌলভীবাজার সদরে ১১৮টি, রাজনগর উপজেলায় ৭টি, বড়লেখায় ১০টি, জুড়ী ২৫টি ঘর হস্তান্তর করা হবে। আরও জানা গেছে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত আশ্রয়ণ প্রকল্প ২ একক গৃহ নির্মাণের জন্য উদ্ধারকৃত খাস জমির পরিমাণ ১৪৯.৫৭৭৯ একর। যার মূল্য প্রায় ১১২ কোটি ২১ লক্ষ ৪৩ হাজার ৮৬০ টাকা।

Development by: webnewsdesign.com