সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে হত্যা মামলার অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায় উক্ত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত পর্যালোচনা সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাথে মামলা তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় হত্যা মামলার নথিপত্র পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
আয়োজিত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) মোঃ ইউনুস আলী, পুলিশ পরিদর্শক ক্যশৈনু (অপরাধ শাখা), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকগণ(তদন্ত) এবং মামলার তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।
Development by: webnewsdesign.com