সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩০ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
সোমবার ১৯ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড, চাঁদনীঘাট ব্রিজ, পশ্চিম বাজার, কুসুমবাগ ও বেরিরপাড় এলাকায় স্বাস্থ্যবিধি ও আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ মামলায় সর্বমোট ৩০ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ৫ টি মামলায় ২ হাজার ৭শত টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম সেন্ট্রাল রোডে অবস্থিত প্রাণ- আরএফএল শোরুমসহ ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন ৬টি মামলায় ৫ হাজার ৮শত টাকা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম শমশেরনগর রোডে অবস্থিত বকস ফার্নিচার, একটি হার্ডওয়ারের দোকান সহ ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯
Development by: webnewsdesign.com