মৌলভীবাজারে সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ৮:৫৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারে সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
apps

মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কীম এর আওতায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে।

২ নং মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনু’র সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী,এল জি ই ডি’র নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ শামিম।

অতিথিরা অনুষ্ঠানে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অতিথিদের। বিদ্যালয়ের গরীব অসহায় পনেরো জন শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Development by: webnewsdesign.com