মৌলভীবাজারে শীতার্তদের মাঝে নাসির আহমেদ শাহীন’র শীতবস্ত্র বিতরণ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ৫:১১ অপরাহ্ণ

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে নাসির আহমেদ শাহীন’র শীতবস্ত্র বিতরণ
apps

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা কামনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাসির আহমেদ শাহিন এর উদ্যোগে পথশিশু সংগঠন বাংলার নাট্যলোকের সার্বিক তত্ত্বাবধানে ছিন্নমূল শিশু ও অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলার নাট্যলোক মৌলভীবাজার এর সভাপতি দুরুদ আহমদের সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের পৌরসভা মিলনায়তন হল রুমে প্রায় দুইশত পঞ্চাশ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি (সহ-সভাপতি পদ মর্যাদা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলার নাট্যলোকের উপদেষ্টা ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বাংলার নাট্যলোক মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল খাঁন, বাংলার নাট্যলোক মৌলভীবাজারের সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির আহমেদ শাহিন বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি’র নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে অসহায় শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

Development by: webnewsdesign.com