মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ববানপুর জামে মসজিদের মক্তব পড়ুয়া ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে সোমবার ৩০ আগস্ট সকাল অনুমান ৭ টার দিকে মসজিদের পাশের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে আক্কাছ মিয়া (২৮)কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পরেই ভিকটিমের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামালা দায়ের করলে সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের সময় অভিযান চালিয়ে অভিযুক্ত আক্কাছ মিয়াকে মির্জাপুর চা বাগান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আক্কাছ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ববানপুর গ্রামের নওশাদ মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন। পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Development by: webnewsdesign.com