করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি চলাচলে আরোপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
সোমবার ২৬ জুলাই জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় ১৩৮ জনকে ৭৬ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।
Development by: webnewsdesign.com