মৌলভীবাজারে রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেফতার

শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ১:৩৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেফতার
apps

মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে বিদেশী রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯’)’র সদস্যরা।

শুক্রবার (৬ আগষ্ট) রাতে বড়লেখা থানার সৎপুর ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের গোলাপগঞ্জ থানার রাংজিওল গ্রামের হাদিস আলীর পুত্র কবির আহমেদ (৪৪), একই থানার হাওরতলা গ্রামের বদরুল হকের পুত্র তারেক আহমেদ উরফে তাহের (২৭), ফেঞ্চুগঞ্জ থানার মানিককোনা গ্রামের মৃত জমির আলীর পুত্র লিমন আহমেদ (২৪), গোলাপগঞ্জ থানার রাংজিওল গ্রামের মৃত আরেশ বিশ্বাসের পুত্র কৌশিক বিশ্বাস (২০) ও একই থানার ফতেহপুর গ্রামের মৃত পিতানবীবুর রহমানের পুত্র আলী হোসেন (৩৪)।

র‌্যাব-৯’র প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে,শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯),মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মোনাদী ২নং ওয়ার্ডস্থ সৎপুর ব্রীজের পশ্চিমপাড় সংলগ্ন মোনাদি-পাক সাইলগামী পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য কবির আহমেদ, তারেক আহমেদ উরফে তাহের, লিমন আহমেদ, কৌশিক বিশ্বাস ও আলী হোসেনকে গ্রেফতার করে।

এ সময় তাদেরকে কাছ থেকে বিদেশী ১টি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১টি সিএনজি অটোরিকশা, ৫টি মোবাইলফোন, ৮টি সীমকার্ড ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার ও জন্দ করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে The Arms Act, 1878 Gi 19 (A)/19(f) ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত আসামীও জব্দকৃত আলামতসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৭

Development by: webnewsdesign.com