মৌলভীবাজারে রাস্তা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

সোমবার, ২০ মার্চ ২০২৩ | ৫:১৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে রাস্তা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজারে রাস্তা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা
apps

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের খিরাউনি বাঁধ হইতে রফিনগর রাস্তা পাকাকরণ ও ঘোড়াখাল হাজারী বাড়ীর মোড় হইতে পূর্ব সাধুহাটি রাখাল করের বাড়ী পর্যন্ত রাস্তা এইচ,বি,বি প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।

ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন এর সভাপতিত্বে এবং সমাজকর্মী এম এ সামাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান।

বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত,মনুমুখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান লেফাছ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মসুদ,মনুমুখ ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলদার মিয়া,মুহিবুর রহমান মবু, রাখাল কর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সদস্য শাহ ইমরান সাজু ও মনুমুখ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com