মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে মিনা বেগম নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতরে ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মিনা বেগম মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে।
কিশোরীর ভাই আবুল হোসেন জানান, তার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়তো। শুক্রবার পণ্য কিনতে সমশেরগঞ্জ বাজারে যায় এর পর থেকে সে নিঁখোজ হয়। শনিবার তারা এলাকায় মাইকিং ও করেন। রবিবার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ পাওয়া যায় ।
তিনি জানান, লাশের গলায় ওড়না পেঁছানো ছিলো। পায়ে আঘাতের চিহ্ন আছে।গায়ে কামিজ ছিলো কিন্তু সেলোয়ার ছিলো না।
শ্রীঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের শরীরে আগাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়।মৃতদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ময়তদন্তের রিপোর্ট পাওয়ার পর আরোও বিস্তারিত জানা যাবে।
Development by: webnewsdesign.com