মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের রনভীম যুব সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রনভীম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় বারের মতো এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রনভীম যুব সংঘের প্রধান উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১২নং গিয়াস নগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ মুরব্বি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম ছিতু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রকিব, সাংবাদিক আবুজার বাবলা, আব্দুস শুকুর, স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজ মিয়া, এড. শেকুল ইসলাম, মৌলভীবাজার পুবালী ব্যংকের কর্মকর্তা আব্দুর রকিব প্রমূখ।
যুব সংঘের দেশ-বিদেশের সদস্য ও শুভাকাঙ্খিদের সার্বিক সহায়তায় এ দোয়া ও ইফতার মাহফিলে এলাকার ৫ শতাধিক রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। এর আগে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদপুর জামে মসজিদের খতিব ও ইমাম সিরাজুল ইসলাম।
Development by: webnewsdesign.com