মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ীতে অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ১২:১৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ীতে অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
apps

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের লন্ডন প্রবাসী আশিকুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার পরে মাতার কাপনের বর্ষিজোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আগুণ লাগার খবর পেয়ে মৌলভীবাজার দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রবাসী মোঃ আশিকুর রহমানের বাড়ি কেয়ারটেকার মোতালিব মিয়া জানান, আশিকুর রহমান লন্ডন থাকায় আমি এই বাড়িতে বসবাস করছি। দুপুরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘরে থাকা নগদ টাকা ও মালামালসহ প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফ্যায়ার ম্যান আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করার পরই বলা যাবে।

Development by: webnewsdesign.com