মৌলভীবাজারে রাস্তার পাশে পার্কিং করে রেখে যাওয়া মোটরসাইকেলের তালা ভেঙ্গে অভিনব কায়দায় চুরি করে সাইকেল নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই দিয়ে সুহেল মিয়া নামে চোর চক্রের এক সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক সুহেল মিয়া শ্রীমঙ্গল শহরের লালবাগ এলাকার মজিদ মিয়ার ছেলে বলে জানা যায়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে মৌলভীবাজার শহরের ওয়াপদা এলাকার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর সামনে এঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাউথ সিলেট প্রতিষ্ঠানে সুপার ভাইজার পদে কর্মরত মহসিন মুরাদ নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে সেখানে পাশের একটি দোকানে অবস্থান করছিলেন। এমন সময় চোর চক্রের এক সদস্য তাঁর মোটরসাইকেলের তালা ভেঙ্গে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়ে। পরবর্তীতে স্থানীয় জনতা হাতে নাতে ধরে ওই চোর চক্রের হোতাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে প্রাথমিক চিকিৎসার জন্য সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শেষে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।
মৌলভীবাজার মডেল থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম জানান,মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে শহরের ওয়াপদা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com