মৌলভীবাজারে মোটরসাইকেল চালক নিহত

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে মোটরসাইকেল চালক নিহত
apps

মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুয়াইউনি-হলিছড়া চা বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইফুল (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইফুল কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি মেসার্স আবুল খায়ের কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় মৌলভীবাজারে দায়িত্ব পালন করতেন।স্থানীয়রা জানান, কুলাউড়ার ভূকশীমইল ইউনিয়নের মীরশংকরের বাড়ি থেকে জেলা সদর মৌলভীবাজারের কর্মস্থলে যাওয়ার সময় কুলাউড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী সাইফুল ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দুঘর্টনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

Development by: webnewsdesign.com