মৌলভীবাজারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা ও অভিভাবকের পরামর্শ সভা (উঠান বৈঠক) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ইউনিসেফ ও ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে পৌর বোর্ডরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ইসলামী ফাউন্ডেশনের আনিস মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার,ইসলামী ফাউন্ডেশন সিলেট কার্যালয়ের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উদ্ধোধন অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com