সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ | ৫:০৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলা প্রশাসন, ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যৌথ আয়োজনে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনলাইন প্লাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, শ্রী অশোক মাধব রায়, সাবেক সচিব – নৌ পরিবহন মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বাংলাদেশ মিডিয়া/০১-এসআরসি