মৌলভীবাজারে ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

রবিবার, ২১ নভেম্বর ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ

মৌলভীবাজারে ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
apps

মৌলভীবাজারে ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

২০ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে দশটায় সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ফতেপুর বাবুল উলুম দাখিল মাদরাসায় মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা ও সাংবাদিক বেলাল তালুকদারের সভাপতিত্বে এবং শেখ শায়লা আক্তার লিশার সঞ্চালনায় ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ফতেপুর দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মুহিত উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন,ফতেপুর বাবুল উলুম দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা গউস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন। স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, সানী আহমেদ,ইমন মিয়া ও পারভেজ আহমেদ |

উক্ত ক্যাম্পে প্রায় দুই শতাধিক এর বেশি ছাত্র/ছাত্রী দের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বক্তারা বলেন রক্ত জীবনের জন্য অপরিহার্য, তাই সব সময় রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরী, যে কোনো দুর্ঘটনায় গ্রুপ জানা থাকলে নিজেও রক্ত নেয়া যাবে এবং অপরকে সহযোগিতা করা যাবে।

যারা নিয়মিত মুমূর্ষ রোগীর জন্য রক্ত সংগ্রহ করে এবং যারা রক্ত দেয় এইসকল মানবতাবাদীদেরকে মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

Development by: webnewsdesign.com