মৌলভীবাজারে বিভিন্ন স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ৮:২৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে বিভিন্ন স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
apps
মৌলভীবাজার জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল,দুপুর ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গলে একটি নির্মাণাধীন কালভার্টের নীচে মোটরসাইকেলসহ পড়ে সনাতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা বাগানের ৩ নং সেকশন এ ঘটনা ঘটে।
দুপুর ২ টার দিকে শ্রীমঙ্গল উপজেলায় পিকআপের ধাক্কায় আব্দুল বাছিদ মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার শাহাজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছিদ মিয়া উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
এদিকে সন্ধ্যা ৬ টায় কমলগঞ্জ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগান এলাকায় পিকআপভ্যানের চাপায় এক জন নিহত হয়েছেন। তাৎক্ষনিক তার নাম ও পরিচয় জানা যায়নি।

Development by: webnewsdesign.com