মৌলভীবাজারে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস মৌলভীবাজারের আয়োজনে যুব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
সোমবার ২৭ জানুয়ারি দুপুরে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: ফরহাদ নুর, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। নিজ নিজ অবস্থান হতে বৈষম্যহীন দেশ গঠনে ভুমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুর্নীতি, সন্ত্রাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে আলোচনা সভায় গণমাধ্যম কর্মীসহ প্রায় ৩০০জন অংশ গ্রহণ করেন।
Development by: webnewsdesign.com