মৌলভীবাজারে বিএনপি মেয়র প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৭:৩৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে বিএনপি মেয়র প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ
apps

তৃতীয় ধাপে অনুষ্ঠিত আগামী ৩০ জানুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী মো. অলিউর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণাও ততো জোরদার হচ্ছে। প্রতিদিনই দলটির বিভিন্ন সহযোগি সংগঠন ধানের শীষে ভোট চেয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন।

রবিবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার শহরের পৌর এলাকার ৪নং ওয়ার্ডের শান্তিবাগ, মধ্যপাড়া, কোর্টরোড, চৌমুহনা ও চাদনীঘাট ব্রীজ এলাকায় দলের মেয়র প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন পৌর বিএনপির নেতারা।

পৌর নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন এর নেতৃত্বে প্রচারণায় এসময় সাথে ছিলেন, মেয়র প্রার্থী অলিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সদর থানা বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, সদস্য সচিব, মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।

এসময় উৎসব মুখর পরিবেশে দলীয় নেতারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,রিক্সা ও ভ্যানচালক,সাধারণ পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

Development by: webnewsdesign.com