মৌলভীবাজারে বাজার মনিটরিং কমিটির তদারকি অভিযান অব্যাহত

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৩:২১ অপরাহ্ণ

মৌলভীবাজারে বাজার মনিটরিং কমিটির তদারকি অভিযান অব্যাহত
apps

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশ মোতাবেক বাজার মনিটরিং কমিটি কর্তৃক শুক্রবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার জেলা শহরের সিলেট রোড, কুসুমবাগ, কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, শাকসবজির পাইকারি আড়ত, মাছের বাজার, মুরগির বাজার, গরু ও খাসির মাংসের বাজার, ফলের বাজার, ডিমের বাজার, চাউলের পাইকারি বাজার এবং অন্যান্য দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আল-আমিন, জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, মৌলভীবাজার ক্যাব কমিটির সভাপতি এডভোকেট আবু তাহেরসহ বাজার কমিটির সদস্যবৃন্দ।

উক্ত তদারকি কার্যক্রমে পাইকারি আড়ত ও খুচরা বাজারে ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই করা হয়। পাইকারি ব্যবসায়ীদের ভাউচার দেয়ার এবং খুচরা ব্যবসায়ীদের, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ভাউচার আনার জন্য নির্দেশনা দেয়া হয়। উক্ত তদারকি কার্যক্রমে মুরগির বাজার, গরু ও খাসির মাংসের বাজারসহ মাছ বাজার তদারকি করা হয়। ক্রেতার কাছে মাছ ও মাংস সঠিক ওজনে বিক্রয়সহ সঠিক তথ্য প্রদানের জন্য মাছ ও মাংস ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, বিভিন্ন প্রকারের মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানগুলোর ক্রয় ভাউচার বিক্রয় মূল্যের সাথে মিলিয়ে দেখা হয়। বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহসহ উক্ত নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম মূল্য তালিকায় লিখে দোকানের সম্মুখে ক্রেতা সাধারণের সুবিধার্থে প্রর্দশন করার জন্য উক্ত প্রতিষ্ঠানের মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

আজকের তদারকি কার্যক্রমে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধসহ মাস্ক বিতরণ করা হয়। ন্যায্য মূল্যে ভোগ্য পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই লক্ষ্যে বাজার মনিটরিং কমিটি কর্তৃক প্রতিনিয়ত বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Development by: webnewsdesign.com