মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম প্রথম পর্যায়ে ৮ জুলাই বৃহস্পতিবার শুরু হয়েছে।
আজ থেকে শুরু হওয়া এই ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রথম দিন মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৫শত দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান মিছবাহ।
এছাড়া একইসাথে মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলার ৪হাজার ৩শ ১২টি পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ সহায়তা হিসেবে ছিলো ১০কেজি পরিমাণ চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
প্রথম পর্যায়ে এই ত্রাণ কর্মসূচি ছাড়াও মৌলভীবাজার জেলার ৫ টি পৌরসভার মেয়রগণ এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে৷
Development by: webnewsdesign.com