মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় আহত- ৪

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ | ১২:৩৮ অপরাহ্ণ

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় আহত- ৪
apps

মৌলভীবাজারে পূর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী হামালায় মনুমুখ ইউনিয়নের সুমারাই (পূর্ব সেওয়াইজুড়ী) গ্রামের একাধিকবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য আদর মিয়া, শাহজাহান মিয়া, নাহিদ মিয়া, ছুফিয়ান মিয়াগংরা গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটে বুধবার ৪ আগষ্ট সকালে সুমারাই (পূর্ব সেওয়াইজুড়ী) গ্রামে। সংবাদ পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

এ সংবাদ পরিবেশন করা পর্যন্ত গুরুতর আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলার ঘটনায় ৫নং আখাইলকুড়া ইউনিয়নের আমুয়া গ্রামের মিলাদ মিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামী করে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ইউপি সদস্য আদর মিয়াসহ অন্যান্যরা জানান,মৌরসীসুত্রে প্রাপ্ত ভূমি বর্গাচাষি বাদশা মিয়াকে দিয়ে হাল-চাষ করে আসছিলেন। বুধবার সকালে জমিতে চাষাবাদ শুরু করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমুয়া গ্রামের গফুর মিয়ার পুত্র কলমদর মিয়ার নেতৃত্বে তাদের হাতে থাকা, দা, লাটি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলাকারীরা হামলা চালায়।

Development by: webnewsdesign.com