মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪:২৮ অপরাহ্ণ

মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ
মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ
apps

মৌলভীবাজার জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ এর আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুর ০১টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইনস্ এর নতুন ব্যারাক ভবনে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় ।

প্রধান অতিথির বক্তব্যে সুদর্শন কুমার রায় বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটা যেন আপনাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজেদের কর্মজীবনে কাজে লাগাতে হবে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সব সময় নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। প্রশিক্ষণের সমাপনী দিনে মেধাক্রম অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com