মৌলভীবাজারে পাকা পিলারের সঙ্গে সিএনজির ধাক্কায় নিহত ১: আহত ৪

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ২:৫২ অপরাহ্ণ

মৌলভীবাজারে পাকা পিলারের সঙ্গে সিএনজির ধাক্কায় নিহত ১: আহত ৪
apps

ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে সড়কের পাশের খুঁটিতে ধাক্কা খায় সিএনজিচালিত অটোরিকশা। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার চার যাত্রী। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল রাতে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্য (৪৮) মারা যান। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুরে।

আহত যাত্রীরা হলেন কুলাউড়া উপজেলার দিলদারপুর চা বাগানের নিখিল শুক্ল বৈদ্য (৬৫), নারায়ণ (৪০), বিক্রম (৩০) ও বিউটি (৯)। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে চালকের লাশ উদ্ধার করে এবং আহত চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ সিনহা বলেন, পুলিশ রাতে পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে একজন মৃত ছিলেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

Development by: webnewsdesign.com