মৌলভীবাজার জেলার রিজার্ভ অফিসের ডি স্টোরে কর্মরত উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আবুল বাশার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন এবং এএসআই (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেন সহকারী উপ পুলিশ পরিদর্শক থেকে উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম ।র্যাঙ্ক ব্যাজ পরিধান শেষে পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক( সশস্ত্র) আবুল বাশার ও উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেন জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।
Development by: webnewsdesign.com