১৮ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনের আচরণবিধি তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলার বড়লেখা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩টি মামলায় মোট ৫৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ এবং তা নগদে আদায় করা হয়েছে।
কুলাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে মোট ২৩ হাজার ২শত ৫০ টাকা অর্থদন্ড আরোপ এবং নগদে আদায় করা হয়েছে।
শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ জনকে (২ জন মেয়র ও ৪ জন কাউন্সিলর পদপ্রার্থী)কে মোট ১৬ হাজার টাকা অর্থদন্ড আরোপ এবং নগদে অর্থদণ্ড আদায় করা হয়েছে।বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
Development by: webnewsdesign.com