বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন এর সার্বিক সহযোগিতায় ২ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
নাসির আহমদ শাহীন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ ও হেলাল আহমদ এর যৌথ সঞ্চালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌছ ,বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ূন,
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত ,বকশী মিসবাউর রহমান,মুজিবুর রহমান মজনু,মনোয়ার আহমেদ রহমান,মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, কানাডা বিএনপি নেতা গাজী কামাল,
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েছ, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত,জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ।
এছাড়াও মনুমুখ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাওলানা আব্দুল হেকিম, খলিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ,খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুলসহ আরো অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com