মৌলভীবাজারে দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ৪৫ লক্ষ টাকার মোবাইল চুরি

শনিবার, ২৪ মে ২০২৫ | ৪:৩১ অপরাহ্ণ

মৌলভীবাজারে দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ৪৫ লক্ষ টাকার মোবাইল চুরি
apps

মৌলভীবাজার শহরের টি এস প্লাজার দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

শনিবার (২৪ মে) ভোরে শহরের কুসুমবাগ এলাকার টি এস প্লাজা মাকের্টের তালা ভাঙ্গে ৮-১০ জন চোর এ ঘটনাটি ঘটায়।

চুরি হওয়া দোকানগুলো হল, মোবাইল কোম্পানি VIVO স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনের নগদ টাকা ও ২৫ লক্ষ টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট ও OPPO কোম্পানির স্বত্বাধিকারী শাহাদত মিয়ার বিভিন্ন ব্র্যান্ডের ২০ লক্ষ টাকার মোবাইল সেট নিয়ে যায় চোরেরা।

টি এস প্লাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত এ মার্কেটের মালিকানা নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে। গত কয়দিন আগে মালিক এর এক পক্ষ এসে ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মার্কেটের দোকানের তালা ভেঙ্গে ফেলে এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি ।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান সকালে আমরা খবর পেয়ে আমাদের একজন অফিসার পাঠিয়েছি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com