মৌলভীবাজারে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
apps
দৈনিক যুগান্তর পত্রিকার ২২ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা , র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে মৌলভীবাজার প্রেসকাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,  পৌর মেয়র ফজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ।
যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ড. আবু তাহের, সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদ,  সদর    উপজেলা আওয়ামীলীগ   সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরপদার সুয়েব, প্রেসকাব সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসকাব সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, যুগান্তর পত্রিকাটি শুরু থেকেই দেশের উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ মিডিয়া/০১-২-এসআরসি

Development by: webnewsdesign.com