মৌলভীবাজারে দুই অপহরণকারী গ্রেফতার

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | ২:০৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে দুই অপহরণকারী গ্রেফতার
apps

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে এক অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণের সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুরের জমসেদ আলীর ছেলে কলেজ ছাত্র রবিন আলী (১৯)কে সদর উপজেলার আকবরপুর কৃষি গবেষণা ইনিষ্টিটিউট এর সামন থেকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা রবিনের বাবার কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে। এক পর্যায়ে সন্তানকে অক্ষত ফেরত পেতে অপহরণকারীদের দেয়া বিকাশ নাম্বারে ১৪ হাজার ৭শত টাকা পাঠান জমসেদ আলী। এরপর ছেলেকে উদ্ধার করতে অপহৃতের পিতা জমসেদ আলী মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।

মডেল থানা পুলিশ দ্রুত অপহৃত রবিনকে উদ্ধার করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অপহরণকারীর মোবাইল ফোনের সুত্র ধরে রোববার (৬ মার্চ) রাত ২টা ১০মিনিটের সময় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহর কোনা গ্রাম থেকে অপহৃত রবিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ডিবি সদস্যরা।

এসময় অপহরণের সাথে সম্পৃক্ত একাটুনা এলাকার জুনেদ আহমদের ছেলে রুবেল আহমেদ, গিয়াসনগর ইউনিয়নের আকবরপুরের তারেক মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করা হয়।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সাথে জড়িত বলে জানায়। এঘটনার সাথে জড়িত তাদের অপর সহযোগী একাটুনা ইউনিয়নের সিংকাপন গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. জায়েদ আহমদ বলে আটকৃতরা জানায়। অপহরণের ঘটনায় রবিনের পিতা জমসেদ আলী মৌলভীবাজার সদর থানায় দায়েরকৃত মামলার নং-১১/৫৬, ধারা: ৩৬৩/৩৮৪, পেনাল কোড-১৮৬০।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে অপহৃত রবিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এবং এঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়। পলাতক অপর আসামিকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

Development by: webnewsdesign.com