মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ১২:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজার শহরতলীর বড়হাট এলাকার সূর্যের হাসি ক্লিনিকের গেট এর সামনের ড্রেন থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় লাশটি ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন।পরে স্হানীয়রা পাশে থাকা সূর্যের হাসি ক্লিনিকের দ্বায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মাহমুদুর রহমানকে বিষয়টি অবগত করেন। পরে ক্লিনিকের ম্যানেজার মাহমুদুর রহমান মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদকে বিষয় জানান, পরে জালাল আহমদ নিজে ঘটনাস্থলে এসে লাশটি দেখে পুলিশকে খবর দেন। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।