মৌলভীবাজারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার 

শনিবার, ১২ মার্চ ২০২২ | ১২:০৫ অপরাহ্ণ

মৌলভীবাজারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার 
apps
বৃহস্পতিবার  (১০ মার্চ) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা শহরের বনশ্রী আবাসিক এলাকার নিউ ফরেষ্টার রোড এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শরীফ খাঁ (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত শরীফ খাঁ ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের জয়নাল খাঁ’র ছেলে।
অপর একটি অভিযানে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে মোঃ রাহিন মিয়া( ২০) নামে এক মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রাহিন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের মোঃ ছাতির মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com